বাট্টা
কোন বস্তু ক্রয় বা বিক্রয়ের
সময় নির্ধারিত মূল্য হতে যে ছাড় পাওয়া বা দেয়া হয় তাই বাট্টা ।
অন্যভাবে বলা যায়,
কোন বস্তুর নির্ধারিত মূল্য
অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে, যতটুকু মূল্য কম পরিশোধ করা হল , তাই বাট্টা ।
বাট্টা
প্রকারভেদঃ
বাট্টা ২ প্রকার ।
যথা -
১। নগদ বাট্টা
২। কারবারি বাট্টা
১। নগদ বাট্টাঃ
ক্রেতা- বিক্রেতার মাঝে দেনা-
পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাকে নগদ বাট্টা বলে
।
নগদ বাট্টা ২ প্রকার ।
যথা -
১। প্রাপ্ত বাট্টা
২। প্রদত্ত বাট্টা
২। কারবারি বাট্টাঃ
বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য
নির্ধারণ করে । বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয়মূল্য অপেক্ষা
কম মূল্যে পণ্য বিক্রয় করে,এই কম মূল্য বা ছাড়কে কারবারি বাট্টা বলে ।
কারবারি বাট্টা ২ প্রকার ।
যথা -
১। ক্রয় বাট্টা
২। বিক্রয় বাট্টা
নিচে চিত্রে বাট্টার প্রকারভেদ
দেখানো হল ।




EmoticonEmoticon