১। বিশেষ জাবেদা
২। প্রকৃত জাবেদা
১। বিশেষ জাবেদা : 6 প্রকার ।
ক) ক্রয় জাবেদা ঃ শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে ।
খ) বিক্রয় জাবেদা ঃ শুধুমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে ।
গ) ক্রয় ফেরত জাবেদা ঃ শুধুমাত্র ধারে ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে ।
ঘ) বিক্রয় ফেরত জাবেদা ঃ শুধুমাত্র ধারে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে ।
ঙ) নগদ প্রদান জাবেদা ঃ শুধুমাত্র নগদ প্রদান সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে ।
চ) নগদ প্রাপ্তি জাবেদা ঃ শুধুমাত্র নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে ।
২। প্রকৃত জাবেদা ঃ ৪ প্রকার ।
ক) প্রারম্ভিক জাবেদা ঃ বিগত বছরের সম্পদ,দায় ও মালিকানা সত্ত্বের পরিমান বর্তমান বছরে আনার জন্য প্রারম্ভিক দাখিলা দেয়া হয় ।
খ) সমাপনী জাবেদা ঃ মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করার জন্য এই দাখিলা দেয়া হয় ।
গ) সমন্বয় জাবেদা ঃ ভুলে বাদ পরা লেনদেনগুলো লেখার জন্য এতি দেয়া হয় ।
ঘ) সংশোধনী জাবেদা ঃ ভুল সংশোধনের জন্য এই দাখিলা দেয়া হয় ।
খ) সমাপনী জাবেদা ঃ মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করার জন্য এই দাখিলা দেয়া হয় ।
গ) সমন্বয় জাবেদা ঃ ভুলে বাদ পরা লেনদেনগুলো লেখার জন্য এতি দেয়া হয় ।
ঘ) সংশোধনী জাবেদা ঃ ভুল সংশোধনের জন্য এই দাখিলা দেয়া হয় ।
EmoticonEmoticon