ডেবিট ও ক্রেডিট নির্ণয় । পর্ব -২


ডেবিট – ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীঃ
২. আধুনিক বা সমীকরণ পদ্ধতি

২. আধুনিক বা সমীকরণ পদ্ধতি


লেনদেনের দৈতসত্তার উপর ভিত্তি করে হিসাবসমিকরনের উৎপত্তি । হিসাবসমিকরনের মুল কথা হল –
মোট সম্পদ(Total Assets) = মোট সম্পদের উপর অধিকার(Total Equities)
সম্পদ( Assets) =  দায়(Laibilities) + মালিকানা স্বত্ব (Owners Equity)

মালিকানাকে বিশ্লেষণ করলে আমরা পাই –
মূলধন – আয় – ব্যয় – উত্তোলন

মূলধন ও উত্তোলন মালিকের সাথে সরাসরি সম্পর্ক তাই এদের একসাথে রেখে আমরা হিসাবকে ৫ ভাগে ভাগ করতে পারি ।
সম্পদ , দায় , আয় , ব্যয় , মালিকানা স্বত্ব

সমীকরণ পদ্ধতিতে এই ৫টি উপাদান দ্বারা ডেবিট – ক্রেডিট নির্ণয় করা হয়েছে –

 ১. সম্পদঃ
সম্পদ সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় তবে তা ডেবিট ও সম্পদ হ্রাস পায় তবে ক্রেডিট হবে । যেমন-

২০০০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করা হল ।


এখানে কম্পিউটার নামক একটি সম্পদ বৃদ্ধি পাওয়ায় কম্পিউটার(অফিস সরঞ্জাম) হিসাবকে ডেবিট এবং নগদ টাকা ব্যবসায় হতে চলে যাওয়ায় নগদ হিসাবকে ক্রেডিট করতে হবে ।



 ২. দায়ঃ
দায় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে দায় বৃদ্ধি পায় তবে তা ক্রেডিট ও দায় হ্রাস পায় তবে ডেবিট হবে । যেমন-

৫০০০ টাকার পণ্য ধারে ক্রয় করা হল ।

এখানে ধারে পণ্য ক্রয় করায় পাওনাদার(দায়) বৃদ্ধি পেয়েছে । তাই পাওনাদার হিসাব ক্রেডিট করতে হবে ।


৩. আয়ঃ
আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে আয় বৃদ্ধি পায় তবে তা ক্রেডিট ও আয় হ্রাস পায় তবে ডেবিট হবে । যেমন-

“নগদে ১০০০০ টাকার পণ্য বিক্রয় করা হল ।

এখানে পণ্য বিক্রয় করায় আয় বৃদ্ধি পেয়েছে । তাই বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে ।

  ৪. ব্যয়ঃ
ব্যয় সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে ব্যয় বৃদ্ধি পায় তবে তা ডেবিট ও ব্যয় হ্রাস পায় তবে ক্রেডিট হবে । যেমন-

“নগদে ১০০০০ টাকার পণ্য ক্রয় করা হল ।

এখানে পণ্য ক্রয় করায় ব্যয় বৃদ্ধি পেয়েছে । তাই ক্রয় হিসাব ডেবিট করতে হবে ।


 ৫. মালিকানা স্বত্বঃ
আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে আয় বৃদ্ধি পায় তবে তা ক্রেডিট ও আয় হ্রাস পায় তবে ডেবিট হবে । যেমন-

“নগদে ১০০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করল ।

এখানে ব্যবসায় শুরু করায় মূলধন বৃদ্ধি পেয়েছে । তাই মূলধন হিসাব ক্রেডিট করতে হবে ।


Previous
Next Post »