ডেবিট – ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীঃ
২.
আধুনিক বা সমীকরণ পদ্ধতি
২. আধুনিক বা সমীকরণ পদ্ধতি
লেনদেনের
দৈতসত্তার উপর ভিত্তি করে হিসাবসমিকরনের উৎপত্তি । হিসাবসমিকরনের মুল কথা হল –
মোট সম্পদ(Total Assets) = মোট সম্পদের
উপর অধিকার(Total Equities)
সম্পদ( Assets) = দায়(Laibilities) + মালিকানা
স্বত্ব (Owners Equity)
মালিকানাকে
বিশ্লেষণ করলে আমরা পাই –
মূলধন – আয় –
ব্যয় – উত্তোলন
মূলধন ও উত্তোলন মালিকের সাথে সরাসরি
সম্পর্ক তাই এদের একসাথে রেখে আমরা হিসাবকে ৫ ভাগে ভাগ করতে পারি ।
সম্পদ , দায় , আয় , ব্যয় , মালিকানা
স্বত্ব
সমীকরণ পদ্ধতিতে এই ৫টি উপাদান দ্বারা
ডেবিট – ক্রেডিট নির্ণয় করা হয়েছে –
১. সম্পদঃ
সম্পদ সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে ।
কোন লেনদেনের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় তবে তা ডেবিট ও সম্পদ হ্রাস পায় তবে
ক্রেডিট হবে । যেমন-
“২০০০০ টাকা দিয়ে একটি
কম্পিউটার ক্রয় করা হল ।”
এখানে কম্পিউটার নামক একটি সম্পদ বৃদ্ধি
পাওয়ায় কম্পিউটার(অফিস সরঞ্জাম) হিসাবকে ডেবিট এবং নগদ টাকা ব্যবসায় হতে চলে
যাওয়ায় নগদ হিসাবকে ক্রেডিট করতে হবে ।
২. দায়ঃ
দায় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে ।
কোন লেনদেনের মাধ্যমে দায় বৃদ্ধি পায় তবে তা ক্রেডিট ও দায় হ্রাস পায় তবে ডেবিট
হবে । যেমন-
“৫০০০ টাকার পণ্য ধারে
ক্রয় করা হল ।”
এখানে ধারে পণ্য ক্রয় করায় পাওনাদার(দায়)
বৃদ্ধি পেয়েছে । তাই পাওনাদার হিসাব ক্রেডিট করতে হবে ।
৩. আয়ঃ
আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত
প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে আয় বৃদ্ধি
পায় তবে তা ক্রেডিট ও আয় হ্রাস পায় তবে ডেবিট
হবে । যেমন-
“নগদে ১০০০০ টাকার
পণ্য বিক্রয় করা হল ।”
এখানে পণ্য বিক্রয় করায় আয় বৃদ্ধি পেয়েছে ।
তাই বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে ।
৪. ব্যয়ঃ
ব্যয় সবসময় ডেবিট উদ্বৃত্ত
প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে ব্যয়
বৃদ্ধি পায় তবে তা ডেবিট ও ব্যয় হ্রাস পায় তবে
ক্রেডিট হবে । যেমন-
“নগদে ১০০০০ টাকার
পণ্য ক্রয় করা হল ।”
এখানে পণ্য ক্রয় করায় ব্যয় বৃদ্ধি পেয়েছে ।
তাই ক্রয় হিসাব ডেবিট করতে হবে ।
৫. মালিকানা স্বত্বঃ
আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত
প্রকাশ করবে । কোন লেনদেনের মাধ্যমে আয় বৃদ্ধি
পায় তবে তা ক্রেডিট ও আয় হ্রাস পায় তবে ডেবিট
হবে । যেমন-
“নগদে ১০০০০ টাকা
নিয়ে ব্যবসায় শুরু করল ।”
এখানে ব্যবসায় শুরু করায় মূলধন বৃদ্ধি
পেয়েছে । তাই মূলধন হিসাব ক্রেডিট করতে হবে ।
EmoticonEmoticon