Journal ফরাসি শব্দ Jour থেকে উৎপত্তি,যার অর্থ দিন বা দিবস । অর্থ জাবেদা বা দৈনিক বই । জাবেদায় লেনদেন প্রতিদিন বা সংঘঠিত হওয়ার সাথে সাথে লেখা হয় । তাই একে দৈনিক বই বলা হয় । আবার লেনদেন সর্বপ্রথম লিখা হয় বলে একে প্রাথমিক বইও বলা হয় ।
তাই আমরা বলতে পারি,
কারবারে লেনদেনগুলো সংঘঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তা ডেবিট ও ক্রেডিট বিশেষণ করে তারিখের ক্রমানুসারে প্রয়োজনীয় ব্যাখ্যাসহ যে বইতে লেনদেনগুলো লেখা হয় তাকে জাবেদা বলে ।
জাবেদাকে বলা হয় বা ডাকা হয়,
১। হিসাবের প্রাথমিক বই
২। হিসাবের দৈনিক বই
৩। মৌলিক হিসাবের বই
৪। কালীন হিসাবের বই
৫। হিসাবের সহকারী বই
জাবেদার শ্রেণিবিভাগ ঃ
ব্যবসায় অনেক ধরনের লেনদেন হয়ে থাকে , আমারা যদি সকল লেনদেন একটি জাবেদা বইতে লিপিবদ্ধ করে রাখি তবে পরবর্তীতে দেখা বা খতিয়ানে স্থানান্তর করেতে অনেক সময় অপচয় হবে। তাই আমরা জাবেদাকে কয়কটি ভাগে ভাগ করতে পারি ...
১। বিশেষ জাবেদা
বিশেষ জাবেদাকে আবার ৬ ভাগে ভাগ করা যায় ...
- ক্রয় জাবেদা
- বিক্রয় জাবেদা
- ক্রয় ফেরত জাবেদা
- বিক্রয় ফেরত জাবেদা
- নগদ প্রদান জাবেদা
- নগদ প্রাপ্তি জাবেদা
২। প্রকৃত জাবেদা
প্রকৃত জাবেদাকে আবার ৪ ভাগে ভাগ করা যায় ...
- প্রারম্ভিক জাবেদা
- সমাপনী জাবেদা
- সমন্বয় জাবেদা
- সংশোধনী জাবেদা
EmoticonEmoticon