লেনদেন (পর্ব ৪) | হিসাব সমীকরণ-২


কোন ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের উপাদানগুলোর নিচের যেকোনো একটি পরিবর্তন হতে হবে



১.
মোট সম্পদ বাড়লে

মোট দায় বা মোট মালিকানা স্বত্ব বাড়বে
  A    =    L     +    E
(+1) = (+1) or (+1)
২.
মোট সম্পদ কমলে
মোট দায় বা মোট মালিকানা স্বত্ব কমবে
  A    =    L     +    E
(-1) = (-1) or (-1)
৩.
একটি সম্পদ বাড়লে
অপর একটি সম্পদ কমবে
 A   =    L     +    E
(+1) =
or
(-1) =
৪.
মোট মালিকানা স্বত্ব বাড়লে
মোট দায় কমবে
A    =    L     +    E
       = (-1) or (+1)
৫.
মোট মালিকানা স্বত্ব কমলে
মোট দায় বাড়বে
A    =    L     +    E
    =  (+1) or (-1)
















নিচে কিছু উদাহরন দেয়া হল......

১. ১০,০০০ টাকা নিয়ে বাবসায় শুরু করল ।

তারিখ
সম্পদ
=
দায়
মালিকানা স্বত্ব
(মূলধন+আয়-ব্যয়-উত্তোলন)

নগদ
ব্যাংক
যন্ত্রপাতি



১০,০০০





১০,০০০

এখানে সম্পদ(নগদ) ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে

২. মালিকের ঋণ ব্যবসায় হতে পরিশোধ করা হল ।
তারিখ
সম্পদ
=
দায়
মালিকানা স্বত্ব
(মূলধন+আয়-ব্যয়-উত্তোলন)

নগদ
ব্যাংক
যন্ত্রপাতি
পাওনাদার
ঋণ

(১০,০০০)





১০,০০০
এখানে সম্পদ (নগদ) হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে


আর কিছু উদাহরন টেক্সট বই-হতে সংগ্রহীত ।


Previous
Next Post »